আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দ্বিতীয় ম্যাচ ছিল গতকাল। এর মধ্যে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ জিতে নিয়েছে সিরিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচে ২ উইকেটে আফগানদের হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছেন টাইগাররা। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। শেষ ম্যাচটি রোববার (৫ অক্টোবর) জিতলেই আফগানদের করা যাবে বাংলাওয়াশ। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও হয়েছে লড়াই। আগে ব্যাট করতে নেমে ১৪৭ রানের সংগ্রহ করে আফগানিস্তান। জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ৪ ওভার ৪ বলে ২৪ রানেই হারিয়ে ফেলে ৩ উইকেট। এরপর দলের হাল ধরেন জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারী। তাদের ব্যাটে চড়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তবে শেষ দিকে আবারও দুজনের বিদায়ে চাপে পড়ে যান টাইগাররা। আরও একবার বাংলাদেশের ত্রাতা হয়ে আসেন নুরুল হাসান সোহান। শেষ দিকে ব্যাট...