স্পোর্টস ডেস্ক: এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার (৩ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ২ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। সিরিজের প্রথম ম্যাচ ৪ উইকেটে জিতেছিল টাইগাররা। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ। এই নিয়ে দ্বিতীয়বার আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল টাইগাররা। এর আগে ২০২৩ সালে দুই ম্যাচের ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল তারা। এছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে টানা চতুর্থ সিরিজ জিতল বাংলাদেশ। সর্বশেষ তিন সিরিজে শ্রীলংকা, পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়েছে টাইগাররা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানকে ৪৭ বলে ৫৫ রানের সূচনা এনে দেন দুই ওপেনার সেদিকুল্লাহ আতাল ও ইব্রাহিম জাদরান। পাওয়ার প্লেতে ৩৫ রান তুলেন তারা। অষ্টম ওভারের পঞ্চম বলে আফগানিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন। ১টি চার ও...