স্পোর্টস ডেস্ক: শুক্রবার (৩ অক্টোবর) রাতে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মত ওয়ানডে দলে ডাক পেয়েছেন সাইফ হাসান। দেশের হয়ে ৬টি টেস্ট ও ১৪টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে তার। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৪৫ ম্যাচে ৫২৫০ রান ও ৬৯ উইকেট শিকার করেছেন সাইফ। দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। ২০২৩ সালের সেপ্টেম্বরে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। আগের ৭ ওয়ানডেতে ১৬৫ রান করেছেন টাইগারদের জার্সিতে ১১টি টেস্ট ও ৫১টি টি-টোয়েন্টি খেলা সোহান। ইনজুরির কারণে ওয়ানডে দলেও সুযোগ হয়নি উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাসের। লিটনের সাথে সর্বশেষ শ্রীলংকার বিপক্ষে সিরিজের দল থেকে আরও বাদ পড়েছেন ব্যাটার পারভেজ হোসেন ইমন। আফগানিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে দলে...