ফটোশ্যুটের কয়েকটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সোনম কাপুর ক্যাপশনে লিখেছেন, "বাংলার পুরোনো ঐতিহ্য ঢাকাই জামদানি শাড়িতে। খুব সুন্দর, সীমাহীন।" এই ক্যাপশন এবং ছবিতে তার স্নিগ্ধ উপস্থিতি মুহূর্তেই ভাইরাল হয়। ফ্যাশন আইকনের ঐতিহ্য প্রীতিসোনম কাপুর বলিউডে তার অভিনয় গুণের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্য সুপরিচিত। তিনি প্রায়শই ভারতীয় ঐতিহ্যবাহী পোশাককে আধুনিক স্টাইলে তুলে ধরে আলোচনার কেন্দ্রে আসেন। জামদানি শাড়ি পরিধানের মাধ্যমে তিনি কেবল একটি ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করেননি, বরং বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক শিল্পকে বিশ্বের সামনে তুলে ধরেছেন। তার এই লুকে মুগ্ধ হয়ে বাংলাদেশের বহু ভক্ত প্রশংসা করেছেন, অনেকেই মন্তব্য করেছেন যে সোনমের মাধ্যমে ঢাকাই জামদানির কদর আন্তর্জাতিক অঙ্গনে আরও বাড়বে।জামদানি: মসলিনের উত্তরাধিকারীঢাকাই জামদানি বাংলাদেশের হস্তশিল্পের এক অন্যতম নিদর্শন। মূলত প্রাচীন মসলিন কাপড়ের উত্তরাধিকারী হিসেবে পরিচিত এই শাড়ি। এর বুনন প্রক্রিয়া...