ফুটবল ছাড়া দেশের সকল ফেডারেশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কাউন্সিলর হতে হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর হয়েও নির্বাচন করার অধিকার নেই জাতীয় দলের পাঁচজন সাবেক অধিনায়ক, আম্পায়ার্স এন্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন এবং কোয়াবের প্রতিনিধির। বিসিবি’র গঠনতন্ত্রে ৯.৩.১–৯.৩.৯ ধারা পর্যন্ত অন্যান্য প্রতিনিধি (ক্যাটাগরি-৩) বর্ণনা রয়েছে। পরিচালনা পর্ষদ গঠনের ক্ষেত্রে ক্যাটাগরি তিনে ৯.৩.১—৯.৩.৬ বর্ণিত ব্যক্তি/সংস্থার প্রতিনিধিদেরই শুধু নির্বাচনের অধিকার দেওয়া হয়েছে। ৯.৩.৭–৯.৩.৯ ধারার মধ্যে থাকায় আম্পায়ার্স এন্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন, বিসিবি সভাপতি কর্তৃক ৫ সাবেক অধিনায়ক ও বিসিবির স্বীকৃতপ্রাপ্ত ক্রিকেট খেলোয়াড় সংস্থার প্রতিনিধিদের প্রার্থিতার সুযোগ নেই গঠনতন্ত্রে। সাবেক অধিনায়কদের নির্বাচন করার গঠনতান্ত্রিক সুযোগ না থাকলেও বিগত তিন মেয়াদে ক্যাটাগরি তিন থেকে পরিচালক নির্বাচিত হয়েছিলেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। এবার নির্বাচনে প্রার্থী হয়েছেন আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। পাইলট এবং সুজন সাবেক অধিনায়ক...