দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও বিজয় দেবারাকোন্ডা গোপনে আংটিবদল করেছেন। বিয়ের আগে তারা দুজন দুজনকে আরও পরখ করে দেখতে চান বলে জানা গেছে। সে কারণে বিয়েতে না এগিয়ে গোপনে বাগদান সেরে ফেলেন এ তারকা জুটি। এর আগে এ দক্ষিণী অভিনেত্রীর প্রথম বাগদান হয় অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে, ২০১৭-এর জুলাইয়ে। যদিও সেই বাগদান ২০১৮ সালের সেপ্টেম্বরে ভেঙে যায়। সেই সময় শোনা যায়, ২০১৮ সালের হিট সিনেমা ‘গীত গোবিন্দম’ এবং ২০১৯ সালের ‘ডিয়ার কমরেড’ নাকি বদলে দিয়েছে রাশমিকার জীবন। জুটি বাঁধার সুবাদে তখন থেকেই তিনি বিজয়ের প্রতি দুর্বল ছিলেন। এরপর থেকে তারা একসঙ্গে সময় কাটাতে শুরু করেন। সম্পর্কের গুঞ্জন জোরালো হয় ২০২৩ সালে। যখন তারা মালদ্বীপে একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন। ২০১৮ থেকে ২০২৫।—এই আট বছর ধরে সম্পর্কে রয়েছেন রাশমিকা...