মার্কিন যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটের সুপার এইটে বড় জয় পেয়েছে সাকিব আল হাসানের দল আটালান্টা ফায়ার। সাকিবের অলরাউন্ডিং পার্ফম্যান্সে বাল্টিমোর রয়ালসের বিপক্ষে ৯১ রানের বড় জয় তুলেছে দলটি। ব্যাটিংয়ে নেমে ১৬ বলে অপরাজিত ৩০ রান করেন সাকিব, বোলিংয়ে ৩.১ ওভারে মাত্র ৬ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। শনিবার সকালে চার্চ স্ট্রিট পার্ক মাঠে বাল্টিমোরের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামে আটালান্টা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রানের সংগ্রহ করে তারা। জবাবে বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে সাকিবের বোলিং তোপে ১৪.১ ওভারেই সব উইকেট হারায়, ৮৪ রানে গুটিয়ে যায় বাল্টিমোরের ইনিংস। ম্যাচ সেরা হন সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নেমে ১৮ রানে প্রথম উইকেট হারায় আটালান্টা। অপর প্রান্তে আগলে রাখেন রিশি পান্ডে। ৪৯ বলে ৬৬ রান করেন তিনি, তাকে সঙ্গ...