আফগানিস্তানের বিপক্ষে টানা দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে দুটি জয়ই এসেছে ধীরগতির ও স্নায়ুক্ষয়ী লড়াইয়ের পর। গুরুত্বপূর্ণ সময়ে একের পর এক উইকেট হারিয়ে ম্যাচগুলো বারবার হুমকির মুখে পড়েছে বাংলাদেশ। দুটি ম্যাচেই শেষ পর্যন্ত দলকে জিতিয়েছে নুরুল হাসান সোহান। শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও মজা করতে ছাড়েননি বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘এমন ঘনঘন উত্তেজনাপূর্ণ জয় আমাদের হার্টের জন্য ভালো নয়। প্রতিটি ম্যাচ যেন রীতিমতো হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। ক্রিকেট এমনই। টানটান উত্তেজনার ম্যাচে জয় আত্মবিশ্বাস বাড়ায়, কিন্তু খেলোয়াড় থেকে সমর্থক—কারও জন্যই এটি সহজ নয়।’ প্রথম ম্যাচে ১৫২ রানের লক্ষ্য তাড়ায় ১০৯ রানের ওপেনিং জুটি পেলেও হুট করেই বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামে। ৯ রানের মধ্যে পতন হয় ৫ উইকেটর। এরপর নুরুল...