৩৫ দিন বন্ধ থাকার পর রোববার (৫ অক্টোবর) শুরু হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সকল একাডেমিক কার্যক্রম। এর আগে শুক্রবার (৩ অক্টোবর) সকল আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। এদিন সকাল ৯টা থেকে শিক্ষার্থীদের নিজ নিজ আবাসিক হলে ওঠার কথা থাকলেও দুর্গাপূজার ছুটির কারণে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল না বললেই চলে। ছুটি শেষে ৫ অক্টোবর থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। বিগত ২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে হল খোলা ও ক্লাস-পরীক্ষা শুরুর বিষয়ে জানানো হয়। আরও পড়ুন-বাকৃবির হল খুলবে ৩ অক্টোবর, ৫ তারিখে ক্লাস শুরুবিসিএস পরীক্ষার্থীদের জন্য এবার বাকৃবির বিশেষ বাস সার্ভিস চালুনিহতদের স্মরণে বাকৃবির নেপালি শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বলন বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ আগস্ট অনুষ্ঠিত শিক্ষা পরিষদের সভার পর সেদিন রাত সাড়ে ৯টায়...