এক ম্যাচ হাতে রেখে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। সদ্যসমাপ্ত এশিয়া কাপে সমর্থকদের প্রত্যাশা ভালোভাবে পূরণ করতে না পারলেও আফগান সিরিজে জ্বলে উঠেছে টাইগাররা। আর এতেই ম্যাচ জয়ের নায়ক সোহান-শরিফুলদের প্রশংসা ভাসিয়েছেন সাবেক ক্রিকেটাররা। গতকাল রাতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ২ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আফগানদের দেয়া ১৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ দিকে নুরুল হাসান সোহানের ২১ বলে ৩১ রানের ইনিংসে ভর করে জয় পায় টাইগাররা। ম্যাচ শেষে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন সাবেক ক্রিকেটার ও বিসিবির সদ্য সাবেক নির্বাচক আব্দুর রাজ্জাক। ম্যাচ শেষে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, ‘আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন! বল হাতে নাসুম আহমেদ এবং শরিফুল ইসলাম অসাধারণ খেলেছেন, শুরুতেই খেলার ধরণ ঠিক করে...