বিশ্ববাসী হিসেবে আমাদের প্রত্যেকের সামাজিক ও নৈতিক দায়িত্ব রয়েছে। গাজার দুর্ভিক্ষ ও গণহত্যা সম্পর্কে অবহেলা করা যায় না। মিডিয়া, রাজনীতিবিদ, সমাজ সবেই এখন সভ্যতার দায়িত্ব বলবৎ করতে হবে। সাহায্য পাঠানো, রাজনৈতিক চাপে অংশ নেওয়া এবং ফিলিস্তিনিদের কণ্ঠ উচ্চারণ করা এগুলো আজ মানবতার চূড়ান্ত পরীক্ষা।এ ভয়াবহ সংকটের সমাপ্তি টানতে হলে প্রয়োজন কঠোর আন্তর্জাতিক পদক্ষেপ, শুধু শোক প্রকাশ নয়। গাজার দুর্ভিক্ষ, গণহত্যা এবং মানবিক অবরোধ সভ্যতার এক চরম নৈতিক ব্যর্থতা। বিশ্বকে অবশ্যই ত্রাণ সরবরাহ নিরবচ্ছিন্ন ও নিরাপদ করতে এবং ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনর্গঠনে অবিলম্বে এগিয়ে আসতে হবে। দীর্ঘমেয়াদি সমাধানের জন্য প্রয়োজন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও স্থায়ী শান্তি। মানবতা আজ এক কঠিন পরীক্ষার মুখে, গাজার মানুষের অধিকার নিশ্চিত করে একটি ন্যায়ভিত্তিক সমাধানই এ বিপর্যয়ের একমাত্র পথ।মো. নূর হামজা পিয়াস, শিক্ষার্থী, আইন বিভাগওয়ার্ল্ড ইউনিভার্সিটি...