আহমদ রফিক নামটির সঙ্গে 'ভাষাসংগ্রামী' শব্দবন্ধ একাত্ম হিসেবে উচ্চারিত হয়ে আসছে ছয়-সাত দশক ধরে। পাশাপাশি রবীন্দ্রসাহিত্যের গবেষক হিসেবেও তিনি সমান খ্যাতিমান। তিনি শারীরিকভাবে আর আমাদের মাঝে নেই। ২ অক্টোবর রাত ১০টা ১২ মিনিটে তিনি প্রয়াত হয়েছেন। তিনি বেঁচে থাকবেন তাঁর বিচিত্র সৃষ্টিকর্মের মধ্যে। যে জীবন তিনি কাটিয়েছেন, তাতে তিনি সন্তুষ্টই ছিলেন; কোনো খেদ ছিল না। ভাষা আন্দোলনে অংশ নেওয়া আরও অনেকেই দীর্ঘ জীবন পেয়েছিলেন। তাদের মধ্যে অনেকে নিজস্ব সফল পেশাজীবন কাটিয়ে গেছেন। কিন্তু আহমদ রফিক পেশা হিসেবে বেছে নিয়েছিলেন লেখালেখির মতো 'অনিশ্চিত ও কণ্টকাকীর্ণ পথকে'। তার সহযোদ্ধাদের আর তেমন কেউ জীবন নিয়ে এতটা ঝুঁকি নেননি। তাই কেবল ভাষাসংগ্রামী খ্যাতির মধ্যেই আহমদ রফিকের জীবন সীমায়িত নয়, তার জীবনকে মূল্যায়ন করতে গেলে অবধারিতভাবে আমাদের প্রবেশ করতে হবে তার সাত দশক ধরে তিলে...