মাইনর লিগের মাঠে যেন পুরনো সাকিবকে ফিরিয়ে আনলেন বাংলাদেশি অলরাউন্ডার। ব্যাট হাতে ছিলেন বিধ্বংসী, বল হাতে প্রতিপক্ষকে গুটিয়ে দিলেন তাণ্ডব গতিতে। তার অলরাউন্ড নৈপুণ্যে বাল্টিমোর রয়্যালসকে ৯১ রানে হারিয়েছে আটলান্টা ফায়ার।প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৭৫ রানের শক্তিশালী সংগ্রহ গড়ে আটলান্টা। জবাবে মাত্র ৮৪ রানে অলআউট হয় বাল্টিমোর। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার উঠেছে সাকিব আল হাসানের হাতে।টসে হেরে ব্যাটিংয়ে নামা আটলান্টার শুরুটা ছিল নড়বড়ে। তবে দ্বিতীয় উইকেটে ঋষি পান্ডে ও পল পালমার দলকে উদ্ধার করেন। পান্ডে খেলেন ৬৬ রানের ঝলমলে ইনিংস, পালমার যোগ করেন ২৬ বলে ৩০।শেষদিকে ইনিংসকে তোলেন সাকিব ও জাহামার হ্যামিল্টন। ম্যাচের ১৬তম ওভারে ব্যাট হাতে নামেন সাকিব, প্রথম বাউন্ডারির দেখা পান সপ্তম বলে। শেষ ওভারে আদিল ভাট্টির বিপক্ষে টানা দুটি চার ও দুটি ছক্কা হাঁকিয়ে ২২...