৩. পর্যটক ভিসায় ওমরাহ নয়এখন থেকে পর্যটক ভিসায় ওমরাহ পালন সম্ভব নয়। যারা চেষ্টা করবেন, তাদের থামিয়ে দেয়া হতে পারে এবং মদিনার রিয়াজুল জান্নাতেও প্রবেশ বন্ধ থাকবে।৪. ওমরাহ ভিসা বাধ্যতামূলকবাধ্যতামূলক ওমরাহ ভিসা সকল হজযাত্রীদের নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে একটি ডেডিকেটেড ওমরাহ ভিসার জন্য আবেদন করতে হবে, হয় ই-ভিসা হিসেবে অথবা অনুমোদিত অপারেটরদের মাধ্যমে প্যাকেজ বুকিং করে।৫. কঠোর ভ্রমণসূচি নিয়মওমরাহ ভিসার সঙ্গে সফরসূচি জমা দিতে হবে, যা একবার জমা দেওয়ার পর পরিবর্তন বা স্থগিত করা যাবে না। নির্ধারিত সময়ের বেশি গাজায় অবস্থান করলে জরিমানা কার্যকর হবে।আরব আমিরাতভিত্তিক আসা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী কায়সার মাহমুদ বলেন, “অনুমোদিত সফরপরিকল্পনার বাইরে অবস্থান বাড়ানো যাবে না। যদি কেউ ফেরার তারিখ স্থগিত করে, তাহলে সংশ্লিষ্ট এজেন্টকে ব্যক্তিমতো ৭৫০ রিয়াল থেকে শুরু করে জরিমানা দেওয়া হয় এবং এমন...