২০২৫ সালের জন্য ডাকঘর সঞ্চয় ব্যাংকের (পিওএসবি) মেয়াদী হিসাবের নতুন বিনিয়োগ নির্দেশিকা ও মুনাফার হার ঘোষণা করেছে সরকার। নতুন নিয়মে দেশের সব শ্রেণি-পেশার নাগরিকদের জন্য মুনাফার হার রাখা হয়েছে আগের তুলনায় আরও আকর্ষণীয়। সরকারি ঘোষণায় বলা হয়েছে, ১, ২ ও ৩ বছর মেয়াদে ভিন্ন ভিন্ন হারে মুনাফা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বিনিয়োগ সীমা ও উৎসে কর কর্তনের হারও স্পষ্টভাবে জানানো হয়েছে। ১ বছর মেয়াদে: বার্ষিক মুনাফা ১০.২০%(ছয় মাস অন্তর উত্তোলনের ক্ষেত্রে মুনাফা ৯.০০%) ২ বছর মেয়াদে: বার্ষিক মুনাফা ১০.৭০%(ছয় মাস অন্তর উত্তোলনের ক্ষেত্রে মুনাফা ৯.৫০%) ৩ বছর মেয়াদে: বার্ষিক মুনাফা ১১.২৮%(ছয় মাস অন্তর উত্তোলনের ক্ষেত্রে মুনাফা ১০.০০%) যুগ্ম হিসাব: সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের সুযোগ যদি...