আগের ম্যাচে ফিটনেসের কারণে খেলতে না পারলেও লিওনেল মেসি এবার ফিট অবস্থায় স্কোয়াডে স্থান পেয়েছেন। এছাড়াও নিষেধাজ্ঞা কাটিয়ে তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেসও দলে ফিরেছেন। তবে কোচ স্কালোনি সবচেয়ে বড় চমক হিসেবে নতুন তিন ফুটবলারের ডাক দিয়েছেন। আসন্ন ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা ২৮ সদস্যের দল ঘোষণা করেছে। দলে এক বিশেষ চমক রয়েছে-প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিন নতুন খেলোয়াড়। আগের ম্যাচে ফিটনেসের কারণে খেলতে না পারলেও লিওনেল মেসি এবার ফিট অবস্থায় স্কোয়াডে স্থান পেয়েছেন। এছাড়াও নিষেধাজ্ঞা কাটিয়ে তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেসও দলে ফিরেছেন। তবে কোচ স্কালোনি সবচেয়ে বড় চমক হিসেবে নতুন তিন ফুটবলারের ডাক দিয়েছেন। নতুন ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন, মিডফিল্ডার আনিবাল মরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো, গোলরক্ষক ফাকুন্দো। এছাড়াও দীর্ঘদিন পরে ডাক পেয়েছেন ডিফেন্ডার মার্কোস সেনেসি। ২৮...