দ্বিতীয় টি-টোয়েন্টি ২ উইকেটে হেরে বাংলাদেশের কাছে সিরিজ খুঁইয়েছে আফগানিস্তান। মুখোমুখি লড়াইয়েও আফগানদের ছাড়িয়ে গেছে বাংলাদেশ। দুই দলের খেলা ১৫ ম্যাচে এখন বাংলাদেশের জয় ৮টিতে। আফগান অধিনায়ক রশিদ খানের জন্য এটা হতাশাজনক হলেও তিনি ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন। রশিদের মতে, দলের ব্যাটিং ব্যর্থ হলেও ফিল্ডিংয়ে উন্নতি তাদের জন্য ইতিবাচক দিক। গতকাল শুক্রবার ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি মনে করি, আজকে অন্তত একটা ইতিবাচক দিক ছিল, সেটা হলো আমাদের ফিল্ডিং। আমরা যা চেয়েছিলাম, সেটা করতে পেরেছি। তবে রান তুলতে কিছুটা পিছিয়ে যাই।’ আফগানিস্তানের টপ অর্ডারে তিনজন ভালো শুরু পেয়েছিলেন। তবু বড় স্কোর করতে না পারার আক্ষেপ রশিদের কণ্ঠে, ‘আমাদের রান কিছুটা কম হয়ে গেছে। শুরুতে উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। কিন্তু একবার আক্রমণাত্মক হলে আবার গতি কমানো কঠিন...