বাংলাদেশে শুরু হয়েছেBDS জরিপ (Bangladesh Digital Survey)— এটি আপনার জমির চূড়ান্ত ও স্থায়ী রেকর্ড করার এক বিরল সুযোগ। আগের জরিপে (CS, SA, RS) যে ভুল-বিভ্রান্তি হয়েছে সেগুলো ঠিক করার সুযোগ এখন আছে; কিন্তু অবহেলা করলে ভবিষ্যতে সেটা সংশোধন করাও কঠিন ও ব্যয়বহুল হবে। তাই জমির মালিকদের সাবধানতা অবলম্বন করা জরুরি। BDS জরিপের ডেটা ডিজিটাল ডাটাবেসে সংরক্ষণ করা হবে; একবার ভুলভাবে রেকর্ড হয়ে গেলে পরবর্তীতে বদলানো কঠিন। আপনার সন্তানদের জন্য মামলা-মোকদ্দমা ও ঝামেলা এড়াতে এখনই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। সব কাগজপত্র গুছিয়ে রাখুন— রেজিস্ট্রি দলিল, খতিয়ান, মিউটেশন (নামজারি), পরিশোধিত খাজনার রশিদ ইত্যাদি এক ফোল্ডারে রাখুন। জরিপ কর্মকর্তারা এগুলো চাইলেই দেখাতে সক্ষম হোন। জমির দখল স্পষ্ট করুন— কেবল কাগজে নাম থাকলেই হবে না; বাস্তবে জমিতে আপনার দখল আছে কিনা দেখান — চাষাবাদ,...