নারী বিশ্বকাপের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়ারা, যা নারী ওয়ানডে ইতিহাসে তাদের তৃতীয় সর্বনিম্ন সংগ্রহ। জবাবে ইংল্যান্ড কোনো উইকেট না হারিয়েই সহজে জয় তুলে নেয়। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলফার্ট কিছুতেই এমন পারফরম্যান্স মেনে নিতে পারছেন না। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা ৬৯ রানে অলআউট হওয়ার মতো দল নই। টপঅর্ডার আর মিডলঅর্ডার একই দিনে ব্যর্থ হয়েছে, যা ক্রিকেটে হঠাৎ করেই ঘটে যায়। উইকেটে তেমন কোনো সমস্যা ছিল না। আমরা গত কয়েক মাস ধরে এই কন্ডিশনে খেলছি, তাই অজুহাত দেওয়ার কিছু নেই।’ বিশ্বকাপের শুরুতেই এমন বাজে পারফরম্যান্সে মনোবলে আঘাত লাগারই কথা। তবে...