এটি ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম এবং এর মাধ্যমে পাপমুক্তি, আধ্যাত্মিক উন্নতি ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠার সুযোগ হয়। হজের শাব্দিক অর্থ ‘জিয়ারতের সংকল্প’। আল্লাহর সান্নিধ্য পাওয়ার উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে মুসলমানরা পবিত্র কাবা তাওয়াফ বা জিয়ারতের সংকল্প নিয়ে ছুটে আসে বলেই এর নাম রাখা হয়েছে হজ। মুসলিম সম্প্রদায়ের ইবাদতগুলোর মধ্যে হজ হচ্ছে অর্থসাপেক্ষ। এর সঙ্গে অর্থের অনেক সম্পর্ক। আবার হজের ধর্মীয় বিধানও বেশ শক্ত। শারীরিক ও অর্থনৈতিক সামর্থ্য থাকার পরও হজ না করলে কঠোর শাস্তির কথা বলা আছে। অন্যদিকে, আয়োজক দেশ সৌদি আরবে হজ যেমন ইবাদত, তেমন অর্থনীতিও। হজের সময় সৌদি আরবে হয় বিশাল লেনদেন। সৌদি আরবের অর্থনীতিতে তা একটি বিশাল যোগ। এক হিসাব বলছে, গত বছর মোট ৮৩ লাখ মানুষ হজ করতে গেছেন। তাদের মধ্যে ৬০ লাখেরও...