গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছেন যে, জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের কৌশলের কারণে দেশের মধ্যপন্থি রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে, অন্য রাজনৈতিক দলে নিজেদের কর্মী যুক্ত করার নীতির কারণে গণঅধিকার পরিষদ এবং ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের টাইমলাইনে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। রাশেদ খান তাঁর পোস্টে লিখেছেন, "জামায়াত এবং শিবিরের অন্য দলে নিজেদের কর্মী যুক্ত করার রাজনীতির নীতি বন্ধ করতে হবে। সাম্প্রতিককালে এ নীতির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গণঅধিকার পরিষদ ও এনসিপি।" তিনি অভিযোগ করেন, এই কৌশল ব্যবহারের মাধ্যমে তারুণ্যের এই দুটি দলের পাশাপাশি অন্যান্য দলেও নিজেদের লোক যুক্ত রেখে জামায়াত-শিবির সেই দলগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে এবং দলের অভ্যন্তরে সন্দেহ-সংশয় বাড়িয়েছে। তিনি আরও দাবি করেন, পরিচয় অপ্রকাশ্য...