বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার প্রধান ভরসার কেন্দ্র এখনও কৃষি। কৃষক অক্লান্ত শ্রম জাতীয় প্রবৃদ্ধিকে টিকিয়ে রেখেছে। ধান, সবজি, ফল, মাছ প্রতিটি ক্ষেত্রেই তাদের অবদান অনস্বীকার্য। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এত সম্ভাবনাময় কৃষি খাতে এখনও পর্যন্ত বড় আকারে তেমন কোনও সুপরিকল্পিত কৃষি ফার্ম গড়ে ওঠেনি। উৎপাদনের দায়িত্ব বহন করছে মূলত ক্ষুদ্র ও মাঝারি কৃষক এবং বর্গাচাষীরা। তবে ক্ষুদ্র ও খণ্ডিত জমি, প্রাচীন পদ্ধতির চাষাবাদ এবং আধুনিক প্রযুক্তির সীমিত ব্যবহার আমাদের কৃষি উৎপাদনকে প্রত্যাশিত পর্যায়ে পৌঁছে দিতে পারেনি। কৃষি খাতকে ব্যক্তি নির্ভর প্রথাগত ধারা থেকে সরিয়ে এনে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনার সময় এসেছে। কৃষি উৎপাদনের এই প্রাতিষ্ঠানিক রূপান্তর শুধু উৎপাদনশীলতা বাড়াবে না, বরং কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষিত বেকারত্ব হ্রাস এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। বর্তমানে দেশের কয়েকটি খ্যাতনামা শিল্পগোষ্ঠী কৃষিজাত পণ্যের...