জার্মানে ওপেন মস্ক ডে-তে মুসলিম ও অমুসলিম নাগরিক একসঙ্গে অংশ নিতে পারেন। ছবি: সংগৃহীত জার্মানিতে সাম্প্রতিক বছরগুলোতে অতি-ডানপন্থী এবং জনপ্রিয় দলগুলোর প্রচারণার ফলে ইসলামোফোবিয়া এবং অভিবাসীদের প্রতি ঘৃণা বৃদ্ধি পাচ্ছে। এর শিকার হচ্ছেন জর্মানিতে বসবাসরত প্রায় ৪৭ লাখ মুসলিম। ইসলামফোবিয়া দূর করার লক্ষ্যে দেশটিতে প্রতি বছর পালন করা হচ্ছে ‘ওপেন মস্ক ডে’। ইসলামের প্রতি অন্য ধর্মের মানুষদের ভুল ধারণা দূর করতে এবং পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলার লক্ষ্যে পালিত হচ্ছে দিবসটি। প্রতিবছরের ন্যায় এবারও জার্মানিতে পালিত হলো ‘ওপেন মস্ক ডে’ বা উন্মুক্ত মসজিদ দিবস। গত ৩ অক্টোবর দিবসটি উপলক্ষে জার্মানের মসজিদগুলো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হয়েছিলো। এতে মুসলিম ও অমুসলিম নাগরিক একসঙ্গে মসজিদ পরিদর্শন, আলোচনা ও সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ ছিলো।আরো পড়ুন:সংবর্ধনা দিয়ে ৩৭ বছরের ইমামকে বিদায়জাবির কেন্দ্রীয় মসজিদে...