সরাসরি নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি; বিজয় দেবারকোন্ডা ও রাশমিকা মান্দানা একে অপরকে উল্লেখ করেছেন ‘কাছের বন্ধু’ হিসেবে। গত কয়েক বছরে এই দক্ষিণি তারকা জুটির বাগ্দানের গুঞ্জন ছড়িয়েছে বহুবার। তবে এবার তাঁরা নাকি সত্যি সত্যি বাগ্দান সেরেছেন। দুই তারকার ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবরটি প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একান্ত ব্যক্তিগত পরিসরে বাগ্দানের এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাঁরা বিয়ে করবেন। তবে রাশমিকা ও বিজয় এখনই তাঁদের বাগ্দান বা বিয়ের ঘোষণা দিতে চান না। সূত্র বলছে, তাঁরা ব্যক্তিগত সময়টিকে আলোচনার বাইরে রাখতে চান, তাই কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। এরই মধ্যে রাশমিকার সাম্প্রতিক একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট আরও জল্পনা বাড়িয়েছে। তিনি সেখানে শাড়ি পরে তোলা কয়েকটি ছবি পোস্ট করেছিলেন, যা...