প্রাথমিক বাছাই শেষে বাংলাদেশ টেলিভিশনের শিশুপ্রতিভা সন্ধানী অনুষ্ঠান ‘নতুন কুঁড়ির’ বিভাগীয় পর্যায়ের অডিশন শুরু হতে যাচ্ছে। আটটি বিভাগীয় পর্যায়ের অডিশন ৪ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ১১ অক্টোবর পর্যন্ত। প্রাথমিক পর্বে ‘ইয়েস কার্ড’ পাওয়া প্রতিযোগিরাই বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বিটিভি জানিয়েছে, বিভাগীয় পর্যায়ের অডিশন সকাল ৯টা থেকে শুরু হবে। অডিশনের সময় প্রতিযোগির জন্ম নিবন্ধনের কপি এবং ইয়েস কার্ড সঙ্গে আনতে হবে। বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ প্রতিযোগিরা পরে পর্যায়ক্রমে বিটিভি, ঢাকা কেন্দ্রের বিভিন্ন ধাপের চূড়ান্ত বাছাই, সেরা দশ, গ্রুমিং ও ফাইনাল পর্বে অংশ নেবে। ঢাকা বিভাগের অডিশন হবে রামপুরায় বাংলাদেশ টেলিভিশনে। আর ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অডিশন স্থানীয় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। নয়টি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা হবে। যার মধ্যে আছে অভিনয়, আবৃত্তি,...