বার্সেলোনা আর স্পেন জাতীয় দলের জন্য বড় ধাক্কা হয়ে এলো লামিনে ইয়ামালের নতুন চোটের খবর। কুঁচকির পুরনো সমস্যায় আবারও পড়েছেন এই প্রতিশ্রুতিশীল ফরোয়ার্ড। মাত্র দুই ম্যাচ খেলার পরই মাঠের বাইরে চলে যেতে হচ্ছে তাকে। ফলে আসন্ন আন্তর্জাতিক বিরতি এবং লা লিগার গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে শুক্রবার বিশ্বকাপ বাছাইপর্বে জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ইয়ামালকে অন্তর্ভুক্ত করেছিলেন ২৬ সদস্যের দলে। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই বার্সেলোনা জানায়, চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচের পর ইয়ামালের কুঁচকির চোট ফের জেগে উঠেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেরে উঠতে তার দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে। এর আগে গত মাসে আন্তর্জাতিক বিরতির পর একই ধরনের সমস্যায় ভুগতে হয়েছিল ইয়ামালকে। তখন বার্সেলোনা ও স্পেন জাতীয়...