আগামী ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র। তবে এর আগেই বড় সমস্যায় পড়েছে ইরান। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ, কোচ আমির গালেনোইসহ আরও সাত সদস্যের ভিসা আবেদন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট নাকচ করেছে। এই খবর প্রকাশ করেছে তেহরান টাইমস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছর শুরুর দিকে একটি নির্বাহী আদেশ জারি করেন, যার মাধ্যমে ইরানসহ ১২টি দেশকে ভ্রমণ নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। যদিও আদেশে উল্লেখ ছিল, বিশ্বকাপ ও অলিম্পিকের মতো বড় ক্রীড়া আসর এ তালিকার বাইরে থাকবে। তবুও ইরানের প্রতিনিধি দলের ভিসা বাতিল হওয়ায় অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। গত মার্চে উজবেকিস্তানের সঙ্গে ২-২ গোলে ড্র করে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয় ইরান। কনকাকাফ সভাপতি ও ফিফার সহ-সভাপতি ভিক্টর মন্টাগ্লিয়ানি আশ্বস্ত করেছেন, বিশ্বকাপের মূল আসরে...