দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের লড়াই শেষ। এখন বিশ্বকাপ সামনে রেখে প্রীতি ম্যাচ খেলে চূড়ান্ত প্রস্তুতি শুরু করতে হবে দলগুলোকে। আন্তর্জাতিক বিরতির এ ম্যাচগুলো দিয়েই মূলত বেছে নেওয়া হবে বিশ্বকাপের স্কোয়াড। দলের একাদশ ও ফরমেশন নিয়ে পরীক্ষা–নিরীক্ষাও এসব ম্যাচেই করবেন কোচরা। অক্টোবরে তেমনই দুটি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রে ১১ ও ১৪ অক্টোবর ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। এ ম্যাচ দুটি সামনে রেখে গতকাল রাতে চমক উপহার দিয়ে আর্জেন্টিনার ২৮ জনের স্কোয়াড ঘোষণা করেন কোচ লিওনেল স্কালোনি। স্কালোনির স্কোয়াডে বেশির ভাগ নাম পরিচিত হলেও আছে অপ্রত্যাশিত কয়েকটি চমক। এ দলে সবচেয়ে বড় চমক সম্ভবত গোলরক্ষক ফাকুন্দো ক্যামবেসেস। রেসিংয়ের ২৮ বছর বয়সী এই গোলরক্ষক প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। ক্যামবেসেসের মতো প্রথমবার দলে ডাক পেয়েছেন ২১ বছর...