০৪ অক্টোবর ২০২৫, ১০:৪৬ এএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ১০:৪৬ এএম কানাডার ওন্টারিও রাজ্যের একটি সিনেমা হলে পরপর অগ্নিসংযোগ ও গুলিবর্ষণের ঘটনার পর বেশ কয়েকটি ভারতীয় সিনেমার প্রদর্শনী সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ওকভিলের ‘ফিল্ম ডট সিএ’ নামের ওই সিনেমা হল কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ এশীয় চলচ্চিত্রের প্রদর্শনীকে লক্ষ্য করে এই হামলাগুলো চালানো হয়েছে। হামলার শিকার হওয়ার পর ঋষভ শেঠি অভিনীত ‘কান্তারা: আ লেজেন্ড চ্যাপ্টার ওয়ান’ এবং পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ছবি দুটির শো স্থগিত করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনায় হল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এমন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা কোনো ভারতীয় ছবি প্রদর্শন করবে না। হঠাৎ হামলার এই ঘটনাটি ঘটে গত ২৫ সেপ্টেম্বর ভোরে। স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে দুই ব্যক্তি সিনেমা হলের প্রবেশদ্বারে দাহ্য...