০৪ অক্টোবর ২০২৫, ১০:৪৩ এএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ১০:৫০ এএম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন যে, স্বৈরশাসন টিকিয়ে রাখতে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে জাতীয় পার্টি। তিনি বলেন, আওয়ামী লীগ যেদিকে গেছে, জাতীয় পার্টি একই পথে হেঁটেছে। সারজিস আলম আরও বলেছেন, এখন যদি জাতীয় পার্টি সাধু সেজে রাজনীতি করতে চায়, দেশের মানুষ তা মেনে নেবে না এবং এমনকি দেশের রাজনীতিতে তাদের নিষিদ্ধ করার দাবি তুলেছেন। এই মন্তব্য সারজিস আলম শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সামনে করেন। তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও দলগুলোর আচরণ নিয়ে এ ধরনের সতর্ক বার্তা দেওয়া জরুরি। এ সময় তিনি দলের নির্বাচনী প্রতীক প্রসঙ্গে বলেন, ‘এনসিপির প্রতীক যদি...