দক্ষিণ ভারতের অভিনেতা বিজয় দেবারাকোন্ডার সঙ্গে অভিনেত্রী রাশমিকা মন্দানার আংটিবদল হয়ে গেল। বাগদানের মধ্যদিয়ে তাদের প্রেমের গুঞ্জনটি সত্য বলে প্রতিষ্ঠিত হলো। সম্প্রতি ঘরোয়া আয়োজনে তাদের বাগদান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এই অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও বন্ধুরা উপস্থিত ছিলেন। জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে তাদের বিয়ে। যদিও বাগদান কিংবা বিয়ের দিন তারিখের কথা আনুষ্ঠানিকভাবে এখনো জানাননি রাশমিকা ও বিজয়। তাদের ঘনিষ্ঠসূত্র বাগদানের বিষয়টি নিশ্চিত করেছে। ব্যক্তিগত জীবন নিয়ে দুজনই লুকোছাপা করে আসছেন সম্পর্কের শুরু থেকেই। সম্প্রতি বিজয় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেরওয়ানি পরা একটি ছবি শেয়ার করেছেন। রাশমিকা শেয়ার করেছেন শাড়ি পরা ছবি। ছবিগুলো দেখেই তাদের অনুরাগীদের মধ্যে বাগদান ও বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে অনুরাগীদের দশমীর...