বাংলাদেশের উচ্চশিক্ষায় নতুন মাইলফলক স্থাপন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফের কারিগরি সহায়তায় প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো স্নাতক পর্যায়ে বাধ্যতামূলক ৪ ক্রেডিটের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) কোর্স চালু করেছে।কোর্সটিতে ৩ ক্রেডিট থিওরি ও ১ ক্রেডিট প্র্যাকটিক্যাল অন্তর্ভুক্ত থাকবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে অনার্স পর্যায়ের ৩১টি বিষয় ও অন-ক্যাম্পাসের ৪টি বিষয়ে প্রায় ৩ লাখ ৬০ হাজার শিক্ষার্থী এই কোর্সে অংশ নেবে। আগামী বর্ষে স্নাতক (পাস) প্রোগ্রামের আরও ২ লাখ শিক্ষার্থী যুক্ত হলে প্রতিবছর প্রায় ৫ লাখ ৬০ হাজার শিক্ষার্থী এই কোর্সের আওতায় আসবে।তবে পর্যাপ্ত শিক্ষক ও কম্পিউটার ল্যাবের ঘাটতি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এ সংকট মোকাবিলায় a2i (Aspire to Innovate) এবং ইউনিসেফ কারিগরি সহায়তা দিচ্ছে। ইতিমধ্যে শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির জন্য Training of Trainers (ToT) কর্মশালা সম্পন্ন হয়েছে।...