অক্টোবরের আন্তর্জাতিক বিরতিকে সামনে রেখে আবারও চমক দিলেন লিওনেল স্কালোনি। ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে যুক্তরাষ্ট্র সফরের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা করেছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের কোচ। তাতে জায়গা পেয়েছেন নতুন কিছু নাম, ফিরেছেন দুই তারকা, আর নিশ্চিত করা হয়েছে এক ফরোয়ার্ডের অবস্থান।দলের বড় আকর্ষণ তিন নতুন মুখ। রেসিং ক্লাবের গোলরক্ষক ফাকুন্দো ক্যমবেসেস, রিভার প্লেটের তরুণ ডিফেন্ডার লাউতারো রিভেরো এবং ব্রাজিলের পালমেইরাসের মিডফিল্ডার আনিবাল মোরেনো—প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন সিনিয়র দলে। বিশেষ করে মোরেনো, যিনি ভেরদাও জার্সিতে মিডফিল্ডের নিয়ন্ত্রক হয়ে উঠেছেন, সাম্প্রতিক পারফরম্যান্সেই প্রাপ্য সম্মানই পেয়েছেন।এছাড়া সুখবর হিসেবে দলে ফিরেছেন এনজো ফের্নান্দেজ ও মার্কোস সেনেসি। চেলসি মিডফিল্ডার এনজো শাস্তির কারণে আগের ম্যাচ মিস করেছিলেন। আর বোর্নমাউথ ডিফেন্ডার সেনেসি ফিরলেন দীর্ঘ বিরতির পর; এর আগে জাতীয় দলের হয়ে একমাত্র খেলেছিলেন ২০২২ সালের এস্তোনিয়ার...