নিউইয়র্ক সিটি মেয়র পদে চূড়ান্ত নির্বাচনের আর মাত্র এক মাস বাকি। ৪ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জোহরান মামদানিই যে নিউইয়র্ক সিটির ১১৩তম ও প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন, তাতে আর কোনো সন্দেহ নেই। বর্তমান মেয়র এরিক অ্যাডামস, যিনি নিউইয়র্ক সিটির দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র ছিলেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে পুনঃনির্বাচিত হওয়ার জন্য এতদিন ধরে নির্বাচনি অভিযানে সক্রিয় থাকলেও কয়েকদিন আগে মামদানির মুখ্য প্রতিদ্বন্দ্বী নিউইয়র্ক স্টেটের সাবেক গভর্নর অ্যান্ড্রু ক্যুমোর পক্ষে তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। কিন্তু জুনে ডেমোক্রেটিক প্রাইমারিতে মামদানির বিপুল বিজয়ের পর অ্যাডামস নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে চূড়ান্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ার পর যতগুলো জরিপ হয়েছে, প্রতিটিতে তার অবস্থান ছিল তৃতীয়, এমনকি চতুর্থও। এ অবস্থায় তার পুনঃনির্বাচিত হওয়ার আশা যে খুবই ক্ষীণ, তা বুঝতে কারও অসুবিধা হওয়ার...