চলে যাচ্ছের ইতিহাসের সাক্ষীরা!বাতিঘর আজ নিবু নিবু! কাণ্ডারি হবেন কে? ইতিহাসের ধারবাহী-ভারবাহী প্রজন্ম তৈরি হয়েছে কি? কিংবা আদৌ কেউ আছেন কি? ইতিহাস বিমুখ বাঙালির, জাতিসত্তার পরিচয় ভোলাতে দেশি বিদেশি প্রলোভন, অবাধ হস্তক্ষেপ, সুযোগ-সুবিধার ছড়াছড়িতে একটি জাতির কয়েক প্রজন্ম ব্যস্ত, যারা নিজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নের চেয়েও আত্মস্বার্থের ঘোরতর মোহে আচ্ছন্ন সেই তারা কি হতে পারেন ইতিহাসের ধারক-বাহক? হালের বাস্তবতায় বাঙালি জাতিসত্তার পরিচয়ের জন্মগর্ভ ঐতিহাসিক ও মহান একাত্তরের সম্মুখ সমর আর স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে যেভাবে পথভ্রষ্টতা ও বিকৃতির ছড়াছড়ি দেখেছি তাতে তো ভরসার কোন কাঁধ দেখিনি। যাদের ওপর নির্ভার থাকবে এদেশের ইতিহাস ও ঐতিহ্য? রাষ্ট্র বাংলাদেশের জন্মের গৌরবময় মাহাত্ম্যও যেভাবে বিভ্রান্তির শিকার হয়েছে সেখানে শক্ত ও শক্তিশালী বোধের অসীমে প্রাণমন লয়ে লড়াকু সৈনিকের দেখাও কম মিলেছে! এদেশেন জন্মেন সূচনায় একাত্তরের মহান...