আসন্ন ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। এই দলে রয়েছে বড় চমক, প্রথমবারের মতো ডাক পেয়েছেননতুন ৩ ফুটবলার। এদিকে ফিটনেস ইস্যুতে আর্জেন্টিনার সবশেষ ম্যাচ খেলেননি লিওনেল মেসি। কিন্তু ফিট হয়ে ওঠা এলএম টেনও আছেন আর্জেন্টাইন স্কোয়াডে। অন্যদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। তবে কোচ স্কালোনি সবচেয়ে বড় চমক দিয়েছেন নতুন তিন ফুটবলারকে স্কোয়াডে রেখে। মিডফিল্ডার আনিবাল মরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো ও গোলরক্ষক ফাকুন্দো আছেন প্রীতি ম্যাচের দলে। এছাড়, দীর্ঘ সময় ডাক পেয়েছেন ডিফেন্ডার মার্কোস সেনেসি। ২৮ বছর বয়সি এই ডিফেন্ডার জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছিলেন ২০২২ সালে।আরও পড়ুনআরও পড়ুন১৪ বছর পর ভারত সফর নিয়ে রোমাঞ্চিত মেসি এমিলিয়ানো মার্তিনেজ, গেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো ক্যামবেসেস, গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো,...