কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ শেষে হয়েছে সেপ্টেম্বরে। ওই অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করা আর্জেন্টিনার বাছাইপর্বে শেষটা অবশ্য সুখকর ছিল না। ইকুয়েডরের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরেছিল লিওনেল স্কালোনির দল। বাছাইপর্বের ঝক্কি শেষে বিশ্বকাপের আগের সময়টাতে নিজেদের ঝালিয়ে নিতে ও পরীক্ষা-নিরীক্ষা চালাতে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেটারই অংশ হিসেবে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করবে আলবিসেলেস্তারা। সেখানে বাংলাদেশ সময় ১১ অক্টোবর সকালে ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১৪ অক্টোবর ভোরে পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ওই দুটি প্রীতি ম্যাচের জন্য বেশ কয়েকটি চমক রেখে গতকাল শুক্রবার ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ। স্কালোনি ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিনজন। লিওনেল মেসি তো আছেনই, দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন এনসো ফের্নান্দেস।...