বিশ্বের অন্যতম রহস্যময় পর্বততিব্বতের কৈলাস। উচ্চতায় এভারেস্টের চেয়ে অনেক কম—মাত্র২১,৭৭৮ ফুট। তবে এই পর্বতকে জয় করার চেষ্টা কেউ করতে পারেনি। এভারেস্ট জয় হয়েছে বহুবার, কিন্তু কৈলাসের চূড়ায় ওঠা বা মাঝে পথ চলা অনেকের জন্যই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পায়ে-পা বাড়ানোর আগেই মানুষ হাল ছেড়ে দেয়। এই পর্বত কেবল প্রাকৃতিক কারণে নয়, আধ্যাত্মিক কারণে ও পরিচিত। কৈলাস পর্বতকেমহাদেবের আসনবলা হয় এবং এটিহিন্দু, বৌদ্ধ, জৈন ও বোন চারটি ধর্মের পবিত্র স্থান। কারো কাছে এটি শিবের ধ্যানস্থল, কারো কাছে মুক্তির পথের সন্ধান। তবে শুধু বিশ্বাস নয়—এই পাহাড়কে ঘিরে ছড়িয়ে আছে অসংখ্য কাহিনী ও রহস্য। শোনা যায়, কিছু পর্বতারোহী চূড়ায় ওঠার চেষ্টা করতে গিয়ে মাঝপথেই প্রাণ হারিয়েছেন। বৈজ্ঞানিকরাও বিভ্রান্ত—কারো দাবি কৈলাসএক বিশাল ব্যাকুয়াম পিরামিড, যার চারপাশ নিখুঁতভাবে সাজানো। আশেপাশে আছে শত শত ছোট পিরামিড। কেউ...