নিরাপদ বোধ না করাঅনেক নারী আছেন যারা তাদের স্বামীকে সন্দেহ করেন। সেই মাত্রা যখন সীমার বাইরে চলে যায় তখন সত্যিই সম্পর্কের ক্ষেত্রে আর তেমন কিছু টিকে থাকে না। এমন অবস্থায় পুরুষ সবসময় অনিরাপত্তাবোধ করেন। এছাড়া সন্দেহমূলক প্রশ্ন করতে থাকলে পুরুষ নারীর প্রতি আকর্ষণ হারিয়ে ফেলেন। বেশি আবেগসম্পর্কে আবেগ ভালোবাসা থাকবেই। তবে তা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আবেগ যখন বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় তখন তা বিপদের কারণ হয়। অনেক সময় নারী বেশি আবেগী হলে পুরুষ তা সহ্য করতে পারেন না। ফলে তার বিরক্তি বাড়তে থাকে এবং আগ্রহ কমতে থাকে। অসম্মান করাসঙ্গীকে অসম্মান করে কথা বলবেন না। সে যদি বুঝতে পারে যে, তাকে অসম্মান করছেন তাহলে সে ধরে নেবে আপনি সুখী নন। এতে করে ধীরে ধীরে তার অস্বস্তি বাড়বে এবং...