আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। স্বাগতিকদের ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের টপ অর্ডার ধসে পড়ে ২৪ রানে তিন উইকেট হারিয়ে। সেখান থেকে শামীম হোসেনকে সঙ্গে নিয়ে ৫৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন জাকের। ২৫ বলে ৩৩ রানের ইনিংস খেলার পথে জাকের দুটি ছক্কা মেরেছেন। এশিয়া কাপের আগে জাকেরকে হাতুড়ি দিয়ে পাওয়ার হিটিং অনুশীলন করতে দেখা গেছে। কিন্তু মাঠের খেলায় তার ছাপ ছিল না। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ৭ ইনিংস ও ৮৬ বল খেলে তিনি কোনো ছক্কা মারতে পারেননি। ৪ ইনিংসে দুই অংকে যেতে পারেননি, আউট হয়েছেন দৃষ্টিকটূভাবে। অবশেষে তিনি ছক্কার দেখা পেলেন গতকাল আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে। মোহাম্মদ নবীর...