এই বছরের ‘দা হান্ড্রেড’ টুর্নামেন্ট শেষ হওয়ার স্রেফ এক মাস পেরিয়েছে মোটে। হতাশার মৌসুম পেছনে ফেলে এখনই নতুন স্বপ্নের ছবি আঁকছে লন্ডন স্পিরিট। ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেট আসরের দলটিতে জাস্টিন ল্যাঙ্গারের বদলে কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি ফ্লাওয়ার। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও ইংল্যান্ডের সাবেক কোচ ফ্লাওয়ার নতুন এই চ্যালেঞ্জে সঙ্গী হিসেবে পাচ্ছেন পুরোনো এক নির্ভরযোগ্য সঙ্গীকে। লন্ডন স্পিরিটের ক্রিকেট পরিচালকের দায়িত্বে কিছুদিন আগেই কাজ শুরু করেছেন মো বোবাট। ফ্লাওয়ার যেমন বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিভিন্ন লিগে কাঙ্ক্ষিত কোচদের একজন, বোবাটকে তেমনি মনে করা হয় এই সময়ের ক্রিকেটের সবচেয়ে ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কগুলোর একটি। গত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বহু কাঙ্ক্ষিত প্রথম ট্রফি জয়ের নেপথ্য নায়কও তারা দুজনই। সেখানেও কোচ ফ্লাওয়ার, ‘ডিরেক্টর অব ক্রিকেট’ বোবাট। দা হান্ড্রেড টুর্নামেন্টের এখনও পর্যন্ত পাঁচ মৌসুমের প্রতিটিতেই...