বাংলাদেশে আসছে নতুনবিটিসিএল (BTCL) সিম। শোনা যাচ্ছে, এই সিমে থাকবেআনলিমিটেড ইন্টারনেট ও ভয়েস কলের সুবিধা। তবে বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিটিসিএলের এই সিমটি হবে একটিএমবিএনও (MVNO) সিম। এমবিএনও মানে হলো মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর—যেখানে নিজস্ব টাওয়ার ছাড়াই অন্য মোবাইল অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে সেবা দেওয়া হয়। অর্থাৎ, বিটিসিএল সিম ব্যবহারকারীরা অন্য কোনো অপারেটরের টাওয়ারের মাধ্যমে সার্ভিস পাবেন। আলাপ অ্যাপএর মাধ্যমে আনলিমিটেড ভয়েস কল। তবে শর্ত হলো—যাকে কল করবেন তারও আলাপ অ্যাপ থাকতে হবে। ইন্টারনেট, ভয়েস কল ও বিনোদন—সবকিছু একসাথে পাওয়ার সুযোগ। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিটিসিএল সিম থেকে অন্য অপারেটরে (যেমন—গ্রামীণফোন, রবি, বাংলালিংক) কল করলে স্বাভাবিকভাবেই চার্জ কাটা হবে। শুধুমাত্র আলাপ অ্যাপ ব্যবহার করে আনলিমিটেড কথা বলা যাবে। সিমের আলাদা দাম এখনো ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে,...