সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো তৈরির লক্ষ্যে জাতীয় বেতন কমিশন মতামত নিচ্ছে অনলাইনে। ১ অক্টোবর থেকে কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করে ৩২টি প্রশ্নের উত্তর দেওয়া যাচ্ছে। সবচেয়ে আলোচিত প্রশ্ন হচ্ছেসর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনের অনুপাত। প্রস্তাব দেওয়া হয়েছে ১:৮, ১:১০, ১:১২ বা ‘অন্যান্য’। যদি সর্বনিম্ন বেতন ১৬ হাজার টাকা হয়, তবে ১:৮ অনুপাতে সর্বোচ্চ হবে ১ লাখ ২৮ হাজার, নিচের গ্রেডের কর্মচারীরা বলছেন, অনুপাত যাই হোক না কেন, বাস্তবে তাদের সংকট কাটবে না। কারণ নতুন স্কেল ঘোষণার পর বাজারদর বাড়বে। বর্তমানে অনুপাত প্রায় ১:১০, এবং নতুন কাঠামোতেও তা...