বিশ্বকাপ বাছাইপর্ব শেষ, এবার সামনে প্রস্তুতির পালা। আগামী অক্টোবরের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকো। সেই দুই ম্যাচকে সামনে রেখে ২৮ সদস্যের নতুন দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। দলে আছেন লিওনেল মেসি। সঙ্গে কিছু চমকও রেখেছেন স্কালোনি। প্রথমবারের মতো ডাক পেয়েছেন মিডফিল্ডার আনিবাল মরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো ও গোলরক্ষক ফাকুন্দো। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন চেলসির তরুণ মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। দীর্ঘদিন পর ফিরেছেন মার্কোস সেনেসিও। ১০ অক্টোবর ফ্লোরিডার মায়ামি গার্ডেনে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ১৩ অক্টোবর শিকাগোর সোলজার ফিল্ডে মুখোমুখি হবে পুয়ের্তো রিকোর সঙ্গে। তবে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসি ও তার ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো দি পলের খেলা নিয়ে সংশয় আছে। কারণ, পরদিনই তাদের ক্লাবের ঘরের মাঠে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে এমএলএস ম্যাচ...