দারিদ্র্য একটি বাস্তবতা, কিন্তু চিরস্থায়ী নিয়তি নয়। মানুষ তার জন্ম নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু জীবন কেমন হবে— সেই নিয়ন্ত্রণ অনেকাংশেই তার নিজের হাতে। আপনি যদি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে থাকেন, সেটি দুঃখজনক হতে পারে, কিন্তু যদি সেই দরিদ্রতা নিয়েই মৃত্যুবরণ করেন— সেটি হতে পারে এক ধরনের আত্মসমর্পণ। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে জন্মের সময় অর্থনৈতিক বৈষম্য চোখে পড়ে, যেখানে প্রাথমিক পর্যায়ে সুযোগের ঘাটতি সত্যিই বড় চ্যালেঞ্জ। তবে এই বাস্তবতা অস্বীকার করা যাবে না যে— এই একই দেশেই হাজার হাজার মানুষ শূন্য থেকে শুরু করে আজ সফল উদ্যোক্তা, শিল্পপতি বা জ্ঞানী মানুষে পরিণত হয়েছেন। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (UNDP) মতে, ২০০০ সাল থেকে ২০২০ সালের মধ্যে বাংলাদেশে দারিদ্র্যের হার কমেছে প্রায় ৫০ শতাংশ। যেখানে একসময় প্রায় অর্ধেক মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস...