ইসলামী ব্যাংক পিএলসির অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ আবারও হ্যাকড হয়েছে। হ্যাকাররা পেজের প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে নিজেদের লোগো স্থাপন করেছে। শুক্রবার রাত সাড়ে আটটায় পেজের প্রোফাইল পরিবর্তন করে হ্যাকাররা দ্বিতীয়বারের মতো হ্যাকড হওয়ার বার্তা দেয়। হ্যাকাররা একটি পোস্টে লিখেছে, “হ্যালো, ডিয়ার ইসলামী ব্যাংক, সো-কল্ড এক্সপার্ট” এবং একটি ইমোজি ব্যবহার করেছে। অন্য একটি পোস্টে লেখা হয়েছে, “পেজ হ্যাকড?” সঙ্গে একটি চিন্তার ইমোজি যুক্ত ছিল। এর আগে শুক্রবার ভোরে একই পেজ প্রথমবার হ্যাকড হয়। হ্যাকাররা সেই পোস্টে দাবি করে, ব্যাংকের অনৈতিক কর্মকাণ্ডের কারণে তারা পেজের নিয়ন্ত্রণ...