বৃষ্টির অজুহাতে নিত্যপণ্যের বাজারে ফের অস্থিরতা দেখা দিয়েছে। সরবরাহ নেই এমন অজুহাতে এক লাফে দ্বিগুণ বাড়ানো হয়েছে কাঁচামরিচের দাম। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের খুচরা পর্যায়ে এই মরিচ সর্বোচ্চ ৪০০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। পাশাপাশি বাড়ানো হয়েছে সবজির দামও। একাধিক সবজি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। কিছু সবজির দাম ১০০ টাকার ওপরে গিয়ে ঠেকেছে। পাশাপাশি খুচরা বাজারে মাছের সরবরাহ পর্যাপ্ত থাকলেও উচ্চমূল্যে কিনতে পারছেন না ক্রেতা। সঙ্গে মুরগির দাম কেজিপ্রতি বেড়েছে ১০-৪০ টাকা। এতে শুক্রবার ছুটির দিন নিত্যপণ্যের বাজারে ক্রেতার নাভিশ্বাস উঠেছে। শুক্রবার রাজধানীর কাওরান বাজারে প্রতিকেজি কাঁচামরিচ ৩০০-৩২০ টাকা বিক্রি করতে দেখা গেলেও নয়াবাজারে এই মরিচ বিক্রি হয়েছে ৩৫০-৩৬০ টাকা। পাশাপাশি মালিবাগ কাঁচাবাজারে এই মরিচ সর্বোচ্চ প্রতিকেজি ৪০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। মালিবাগ কাঁচাবাজারে মরিচ কিনতে আসা মো. সোলাইমান...