আসন্ন দুটি প্রীতি ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। দলে জায়গা পেয়েছেন ইন্টার মায়ামির তারকা লিওনেল মেসি ও রদ্রিগো ডি পল। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার আনিবাল মোরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো ও গোলরক্ষক ফাকুন্ডো কাম্বেসেস। তবে ১০ অক্টোবর মায়ামিতে ভেনেজুয়েলার বিপক্ষে মেসি-ডি পলের খেলা অনিশ্চিত। এর কারণ, এই ম্যাচের পরদিনই মেজর লিগ সকারে (এমএলএস) মায়ামির গুরুত্বপূর্ণ লিগ ম্যাচ রয়েছে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে। ফলে দুই খেলোয়াড়কে নিয়ে দ্বিধায় আছেন কোচ হাভিয়ের মাসচেরানো। শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটি নিয়ে আলোচনা চলছে। সময়মতো জানতে পারবেন।’ ইতিমধ্যে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বাছাইপর্বে তাদের সব ম্যাচ শেষ হয়ে গেছে। এখন শুধুই বিশ্বকাপ প্রস্তুতির পালা। তারই অংশ হিসেবে ১০ অক্টোবর ভেনেজুয়েলার মুখোমুখি...