টি-টোয়েন্টিতে টানা তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। সম্প্রতি এশিয়া কাপে টাইগারদের কাছে হেরে সুপার ফোরে ওঠা হয়নি আফগানদের। এবার এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পরাজয়ের পর বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন আফগানিস্তানের ব্যাটিং কোচ এন্ড্রু পুটিক। ম্যাচ শেষে জয়ের কৃতিত্ব দিয়েছেন টাইগার ক্রিকেটারদের। গতকাল শেষ পর্যন্ত ম্যাচে ২ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপে হারের প্রভাব পড়েছে কিনা আফগানদের ওপর সেই প্রশ্নের জবাবে পুটিক বললেন, ‘আমার মনে হয় না। এশিয়া কাপের আগেও অনেক খেলেছি বাংলাদেশের বিপক্ষে। ছেলেরা এশিয়া কাপে ভালো করতে মুখিয়ে ছিল। তবে বাংলাদেশ এখন ভালো ছন্দে আছে, দারুণ আত্মবিশ্বাসী। নিজেদের স্কিলে বিশ্বাসী। ব্যাপারগুলো কাজে লাগছে। দল হিসেবে বেসিকে ঠিক থাকলে ম্যাচ আপনাদের পক্ষেই আসবে। এগুলোই বাংলাদেশের জন্য কাজ করছে।’ টাইগারদের শেষ ভরসা হিসেবে উইকেটে টিকে...