নব্বই দশকে শোবিজে আসা জাহিদ হাসান অল্প সময়ের মধ্যে দর্শকদের প্রিয় তারকা হয়ে যান। বহু নাটক ও টেলিছবিতে অভিনয় করে যেমন তাক লাগিয়েছেন, তেমনি চলচ্চিত্রে অভিনয় করেও সবার প্রশংসা কুড়িয়েছেন। আজ (৪ অক্টোবর) এ অভিনেতার জন্মদিন। ১৯৬৭ সালের আজকের দিনে জন্মেছেন জাহিদ হাসান। জন্মদিনের শুভেচ্ছা বিনিময়ের সময় বোঝা যায়, অভিনেতার মনের অবস্থা ভালো নয়। কেন? জানতে চাইলে বললেন, বিশ্বের বিভিন্ন স্থানে বিরাজমান অস্থিরতা প্রসঙ্গে। অনেক দেশের মানুষ অশান্তিতে আছে। এসবের প্রভাব তার মনের ওপর পড়েছে। বিশেষ করে ফিলিস্তিনের গাজায় হামলার শিকার মানুষের জন্য আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি। জাহিদ হাসান বলেন, ‘এই বয়সে এসে জন্মদিনের সময় একটা কথাই মনে হয়, সবাই যেন একসঙ্গে ভালো থাকি। কিন্তু চারদিকে চেয়ে দেখি পৃথিবীজুড়ে অশান্তি। এই যেমন গাজা যুদ্ধে আক্রান্ত। ফিলিস্তিনের মানুষের অবস্থা দেখে আমার...